দেশের সাত মেগা প্রকল্পের ব্যয় যাচাই হবে
ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের আমলে নেয়া কিন্তু এখনো চলমান দেশের সাত মেগা প্রকল্পের ব্যয় যাচাই করা হবে। এমন বেশ কিছু প্রকল্প রাজনৈতিক উদ্দেশ্যে নেয়া হয়েছিল বলে আলোচনা আছে। আবার বেশি অর্থ ব্যয়ে প্রকল্প বাস্তবায়নের নামে লুটপাটের সুযোগ করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ রয়েছে। অন্তর্বর্তী সরকার এখন এসব প্রকল্পের অর্থনৈতিক যৌক্তিকতা খুঁজছে।