ঢাকা মঙ্গলবার, ডিসেম্বর ১০, ২০২৪

Deshtimes24.com

HDMI ক্যাবল এর ব্যবহার


নিউজ ডেস্ক
১৯:৩৫ - রবিবার, নভেম্বর ১০, ২০২৪
HDMI ক্যাবল এর ব্যবহার

এইচডিএমআই ক‍্যাবল সম্পর্কে আমাদের অনেকেরই তেমন ধারণা নেই। কিন্তু ক‍্যাবল সম্পর্কে ধারণা আমাদের সবারই আছে। তাই আজকের লেখায় আমরা চেষ্টা করেছি এইচডিএমআই ক‍্যাবলের কাজ ও ব‍্যবহার সম্পর্কে আলোচনা করার যাতে করে আপনি এটি সম্পর্কে স্বচ্ছ ধারণা নিতে পারেন। 

HDMI ক‍্যাবলের কাজ ও ব‍্যবহারের সুবিধাসমূহের বিস্তারিত 

নিচে এইচডিএমআই ক‍্যাবলের কাজ ও ব‍্যবহারের বিস্তারিত দিকসমূহ নিয়ে আলোচনা করা হলো: 

এইচডিএমআই ক‍্যাবলের কাজ

এইচডিএমআই ক‍্যাবল প্রথমত ব‍্যবহার করা হয় টিভি এবং হোম এন্টারটেইনমেন্টের জন‍্যে। শুধু তাই নয়, এটিকে সাধারণত আপগ্রেডও করা হয় কম্পিউটার ও হাই রেজ‍্যুলেশনের ভিডিও এর জন‍্যে। এইচডিএমআই মূলত একটি দুর্দান্ত ক‍্যাবল যা দিয়ে সাধারণত টিভি, মনিটর, কম্পিউটার, প্রজেক্টর, স্মার্টফোন, ট‍্যাবলেট, গেইম কনসোল ইত্যাদি সম্পর্কে ধারণা নেওয়া সম্ভব। যদিওবা এইচডিআইএম এর প্রথম ব‍্যবহার শুরু হয় ২০০৩ সালের দিকে। আগেকার দিনে আমরা যদিওবা ভিডিও অডিও আউটপুট পাবার জন‍্যে আলাদা আলাদা পোর্ট ব‍্যবহার করতাম। এখন এইচডিএমআই ক‍্যাবলের জন‍্যে কাজটি অনেকটাই সহজতর হয়ে গিয়েছে।

 

 এইচএমআই সাধারণত তিনটি বেসিক টাইপের হয়ে থাকে। একটি হচ্ছে টাইপ-এ HDMI cable যা সাধারণত ফুল সাইজের হয়ে থাকে। ফলে এটি দিয়ে আপনি টিভি, মনিটর, কম্পিউটার বা প্রজেক্টর এই তিন ধরনের ডিভাইসে ব‍্যবহার করতে পারবেন। দ্বিতীয়টি হচ্ছে, টাইপ-বি এইচডিএমআই ক‍্যাবল। এটি সাধারণত মিনি সাইজের হয়ে থাকে তবে এটি ক‍্যামেরা রেকর্ডিং সহ বিভিন্ন ধরনের ডিভাইসের মধ‍্যেও ব‍্যবহৃত হয়ে থাকে। টাইপ-সি এর HDMI ক‍্যাবলগুলো সাধারণত মাইক্রো সাইজের হয়ে থাকে। এই ক‍্যাবলটি সাধারণত স্মার্টফোন ট‍্যাবলেট বা এই ধরনের ছোট ছোট ডিভাইসে মাইক্রো এইচডিএমআই ক‍্যাবল হিসাবে ব‍্যবহার করা হয়ে থাকে। 

 

এইচডিএমআই ক‍্যাবল ব‍্যবহারের সুবিধাসমূহের বিস্তারিত 

এইচডিএমআই ক‍্যাবলগুলো সাধারণত 10কে রেজ‍্যুলেশনের, ১২০ হার্জ সার্পোটেড হয়ে থাকে। তাই যারা সাধারণত গেইমিং পিসি পছন্দ করে থাকেন তাদের জন‍্যে এটি একটি বেস্ট ক‍্যাবল বলা যায়। 

 

বেস্ট রেজ‍্যুলেশন কভার দিয়ে থাকে

এইচডিএমআই ক‍্যাবলগুলোর রেজ‍্যুলেশন সাধারণত এটি নির্ধারণ করে থাকে যে এটি আপনার স্ক্রিনে ঠিক কতগুলো পিক্সেলের রয়েছে। যত বেশি পিক্সেল থাকবে তত বেশি সার্ফনেস আপনি স্ক্রিনে দেখতে পাবেন। 

 

অসাধারণ ফ্রেম রেইট 

অসাধারণভাবে এই ক‍্যাবলের ফ্রেইম রেইট এইচডিএমআই ২.১ এ করা হয়েছে। ফ্রেম রেইট বলতে এখানে প্রতি সেকেন্ডে কতগুলো ফ্রেইম পরিবর্তন হয় সেটিকে বোঝানো হয়েছে। একটি ভিডিও সাধারণত অনেকগুলো স্টিল ইমেজ দ্বারা তৈরি হয়ে থাকে। এখানে আপনি ঠিক যতবেশি ফ্রেম পাবেন, ততবেশি স্মুথ ভিডিও দেখতে পাবেন। শুধু তাই নয়, এটি সাধারণত প্রতি ২.১ সেকেন্ডে ২.১৮ জিবি পরিমাণ ডাটা ট্রান্সফার করতে সক্ষম। 

 

হাই ডাইনামিক রেঞ্জের কালার সাপোর্ট দিয়ে থাকে

এইচডিএমআই ২.১ সাধারণত বেশি হাই ডাইনামিক রেঞ্জের কালার সাপোর্ট দিয়ে থাকে। ফলে, এটি দিয়ে আপনি বেশি ডাইনামিক রেঞ্জের মেটাডাটা সুবিধা পেয়ে যাবেন। শুধু তাই নয়, এই ধরনের ক‍্যাবলের অডিও কোয়ালিটিও অনেক ভালো হয়ে থাকে। ফলে এটি দিয়ে আপনি হাই রেঞ্জের অডিও কোয়ালিটি সাপোর্ট পেয়ে যাবেন। এছাড়াও এটি ডলবি এটমসের মতো সাউন্ড আউটপুট করার ক্ষমতা রাখে। এক কথায়, এই ধরনের ক‍্যাবল ভালো রেজুলেশনের মনিটর বা গেইমিং এর মতো কনসোল সুবিধা প্রদান করে থাকে। 

 

মন্তব‍্য 

এইচডিএমআই ক‍্যাবল শুধুমাত্র ভালো মানের রেজ‍্যুলেশন উপভোগ করার জন‍্যেই নয়। এটি দিয়ে আপনি সুউচ্চমানের সব ধরনের আউটপুট এবং ইনপুট সুবিধা উপভোগ করতে পারবেন। এক কথায়, অডিও ভিডিও আউটপুট করার জন‍্যে আলাদা আলাদা পোর্ট ব‍্যবহারের বদৌলে এটি আপনাকে একেবারেই একটিমাত্র ক‍্যাবল দিয়ে সবধরনের সুবিধা উপভোগ করার জন‍্যে সুবিধা প্রদান করে থাকে।