আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন,
আওয়ামী লীগের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর আদর্শের মানুষ হিসেবে এবং শেখ হাসিনার
কর্মী হিসেবে মানুষকে ভালোবাসতে জানে। এটাই আমাদের শিক্ষা। এই ভালোবাসা
নিয়েই আমরা থাকতে চাই।
শনিবার রাজধানীর মালিবাগে শহিদ ফারুক ইকবাল বালিকা উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে ‘আমাদের মালিবাগ’ নামে স্বেচ্ছাসেবী সংগঠনের ইফতার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বাহাউদ্দিন নাছিম বলেন, আপনারা আমাকে ভোট দিয়ে বিজয়ী করেছেন। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। নির্বাচনের পর নিয়ম অনুযায়ী সবার কাছে যেতে হয়। আমি যেতে পারিনি। আপনারা কেউ মনে কষ্ট নেবেন না। আমি সেবক হিসেবে বারবার আপনাদের কাছে আসবো।
তিনি আরো বলেন, শহিদ ফারুক ইকবাল বালিকা উচ্চ বিদ্যালয় ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। আমি এ প্রতিষ্ঠানে অনেকবার এসেছি। শহিদ ফারুক মুক্তিযুদ্ধের শুরুতে স্বাধীনতার জন্য তার জীবনকে উৎসর্গ করেছেন। এর গুরুত্ব আমাদের কাছে অনেক বেশি।
দোয়া ও ইফতার মাহফিলে স্থানীয় কাউন্সিলর, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা এবং স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।